ইসলামে দাম্পত্যের মাধুর্য : স্বামীর প্রতি আনুগত্য

আপনি যদি এমন একজন স্ত্রী হন যে তার স্বামীর আনুগত্য করতে পছন্দ করেন না, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি:

আপনার কি মনে হয় আপনি এটা পছন্দ করেন না কারণ আসলে কারো অনুগত হতে হবে এই পুরো ধারণাটাই আপনার পছন্দ না এবং আপনি বিশ্বাস করেন যে একজন স্ত্রীর হওয়া উচিত পরিবারের স্বাধীন নেতা? ( অর্থাৎ আপনি শাসকতন্ত্রে নয় সমতাবাদ দাম্পত্যে বিশ্বাসী )

সহজ ভাষায়, আপনার কি মনে হয় আপনার কারো অনুসরণ বা আনুগত্য করা উচিত নয়?

অথবা,

আপনি কি স্বামীর আনুগত্য এবং অনুসরণ করতে একমত? এবং আপনার মনে হয় যে স্বামী হিসেবে কেউ অনুসরণের অযোগ্য হলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার? ( তার মানে আপনি সংসারে নারী পুরুষের ট্র্যাডিশনাল বা প্রথাগত দায়িত্বের সাথে একমত এবং বিশ্বাস করেন একজন স্বামী হবে পরিবারের নেতা। আপনি সমতাবাদী সম্পর্ক চান না)

সহজ ভাষায়, সৎ, ব্যক্তিত্বসম্পন্ন এবং যোগ্য স্বামীকে পরিবারের নেতা হিসেবে অনুসরণ করতে আপনি কি একমত?

কমেন্টে আপনার মতামত এবং তার পেছনের কারণ জানান ৷ আশা করি কমেন্টে সকলের সম্মানের কথা মাথায় রাখবেন এবং সংযত থাকবেন। আমরা আল্লহ এবং আখিরাতে বিশ্বাসী।

সম্পর্কিতঃ In Islam, Husbands Are Leaders. Wives Must Follow

আনুগত্য

অনুগত বা obedient শব্দটা খুব অসম্মানজনক এবং লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ এই শব্দটাকে ঘিরে আছে অনেক ভুল বুঝাবুঝি। ব্যাপারখানা এমন হয়ে দাঁড়িয়েছে যে, এই শব্দটা যখন উল্লেখ করা হয় তখন নতুন করে বুঝিয়ে বলতে হয় এটার অর্থ, এমনকি মুসলিমদেরও। والله المستعان.

এটা কোনো মনগড়া শব্দ না।

পুরুষতন্ত্র এই শব্দের জন্ম দেয়নি। এখানে কোনো সাংস্কৃতিক পক্ষপাতিত্ব বা cultural bias কাজ করছেনা এবং এটা নারীবিদ্বেষ নয়।

সম্পর্কিতঃ নারীবাদী গোঁড়ামির ভ্রান্ত শিক্ষা

আমরা এই শব্দটা পাই কুরআন এবং সুন্নাহতে ৷

فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ…

….. সুতরাং সাধ্বী স্ত্রীগণ অনুগত হয়ে থাকে, (পুরুষের)অনুপস্থিতিতে আল্লাহ প্রদত্ত হিফাজতে (তার অধিকারসমূহ) সংরক্ষণ করে।..…. (সূরা নিসা: ৩৪)

এবং:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ النِّسَاءِ خَيْرٌ قَالَ ‏ “‏ الَّتِي تَسُرُّهُ إِذَا نَظَرَ وَتُطِيعُهُ إِذَا أَمَرَ وَلاَ تُخَالِفُهُ فِي نَفْسِهَا وَمَالِهَا بِمَا يَكْرَهُ.

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ (একদা) রাসূলুল্লাহ্‌ -কে প্রশ্ন করা হলো, কোন্‌ নারী উত্তম ?

তিনি বললেনঃ “সে নারী যার প্রতি দৃষ্টিপাত তার স্বামীকে সন্তুষ্ট করে। স্বামী আদেশ করলে তার আনুগত্য করে, এবং (স্ত্রী) নিজের ব্যাপারে ও স্বামীর ধন-সম্পদের ব্যাপারে যা অপছন্দ করে এমন কাজ করে তার বিরোধিতা করে না।” সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩২৩১ হাদিসের মান: হাসান সহিহ

তবে এই বিষয়টা অবশ্যই স্পষ্টভাবে আমাদের বুঝতে হবে স্রষ্টার আনুগত্যে বাধা সৃষ্টি করে সৃষ্টির আনুগত্য কখনোই গ্রহণযোগ্য নয়।

لا طاعة لمخلوق في معصية الخالق

لا طَاعَةَ في مَعْصِيَةٍ، إنَّما الطَّاعَةُ في المَعروفِ.

NOTE: To further understand the limitations and guidelines on what obedience to the husband entails, please read the following: Are Wives Responsible for Housework in Islam?

MuslimSkeptic Needs Your Support!
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments